Pages

Pages

Contact Us. By E-mail: anandamargauniversal@earthlink.net

Wednesday, November 14, 2018

Demonic dance of Mantresvarananda B group thug



Baba

Demonic dance of Mantresvarananda B group thug

    -----×----×----
মন্ত্রেশ্বরানন্দ তোমার বক্তব্য শুনলাম।  তুমি মুখ খুললে দুর্গন্ধই বের হয়, এতে আমরা আর আশ্চর্য হই না।

তুমি বা তোমার কিংশুক Administration যে ভাবে নিজেদের কে নগ্ন করেছ, যতই চেষ্টা কর আর তা ঢাকতে পারবে না।

মন্ত্রেশ্বরানন্দ, মিথ্যা দিয়ে কখনও সত্যকে ঢাকা যায় না।  তুমি এমন সব কথা বলছ যেগুলো ভিত্তিহীন ।  ঠাণ্ডা ঘরে বসে বিপ্লবের ভাষন দিয়ে মানুষকে /মার্গীগণকে বিভ্রান্ত করা তোমার মতো শয়তানেরই শোভা পায়।

এই পৃথিবীতে যদি কেউ এতটুকু ঞ্জান-বুদ্ধি রাখে তাহলে তারা বুঝবে তুমি সংঘটনের  সঙ্গে কি রকম প্রতারণা করে চলেছ।

যদি কলার মোচা খাওয়ালে PP post পাওয়া যায়।  তাহলে ভগবান আনন্দমূর্ত্তীজীকে তো অনেক PP পদ তৈরি করতে হবে।
কারন লক্ষ লক্ষ ভক্ত তাঁকে ভক্তিভরে অনেক কিছুই খাইয়েছেন। কোনো কিছু পাবার আশায় নয়।

মন্ত্রেশরানন্দ, তুমি কলার মোচা দিয়ে তোমাদের পাপকে ও গুরুদ্রোহিতাকে ঢাকতে পারবে না।
যদি ইমোশন এবং মিথ্যা গল্প দিয়ে সংঘটন চলত তাহলে ভগবান আনন্দমূর্ত্তীজী সংবিধান এবং চর্যাচর্য দিতেন না।

তোমার কথা যদি ক্ষণিকের  জন্য মেনেও নিই, তাহলে বাবা শরীর ছাড়ার পর কিংশুককে PP কর নাই কেন??????????? সেই জন্য তুমি বা তোমরা কি জুতো খাওয়ার যোগ্য নও।

মিথ্যা দিয়ে সত্যকে সাময়িক ঢাকা যায় ।  কিন্তু তাকে চিরতরে চেপে রাখা যায় না।
যে উদ্দেশে তুমি বা তোমরা গুরুদ্রোহিতা করে কিংশুককে পিপি করেছিলে সেই Unity কি তোমরা পেয়েছ???????

Third Front বেরিয়ে গেছে, গীতাদিদির দল তোমাদের সমর্থন না দিয়েই চলে গিয়েছিল। American রা Path of Bliss বানিয়ে তাদের মতো সংঘটন চালাচ্ছে, কলকাতার মধ্যে কিংশুক এবং Anti কিংশুক দুই দলের লড়াই তুঙ্গে। 
এর পরেও তুমি বলছ United Organization ( সোনার পাথর বাটি ) Shame on you Mantreswarananda, Shame on you.

আসলে Unity তোমাদের উদ্দেশ্য ছিলই না কোন দিন। উদ্দেশ্য ছিল মার্গীগণকে ধোঁকা দিয়ে ক্ষমতা দখল করা। আজ যখন সেটাও হাত থেকে চলে যাচ্ছে তাই তোমার  এমন চিৎকার।
তাই তুমি মোচার গল্প শুনিয়ে বাবাকে খোঁচাই মেরে চলেছ, বাবাকে রক্তাক্তই করে চলেছো
তার বেশি কিছু নয়।

সত্যি স্বীকার করার ক্ষমতা কেবল মাত্র মানুষেরই আছে, তোমার মতো শয়তানের নয়।

কিংশুক পাশপোট পাবে কি পাবেনা, সেটা বড় কথা নয়। কিন্তু যে প্রতারনার অভিযোগে কিংশুক অভিযুক্ত তার উত্তরটা দাও?????
অন্যকে দোষারোপ করে নিজের বা নিজেদের পাপ ঢাকা যায় না। 
যদি তোমাদের কোন ত্রুটি  না থাকত তাহলে রুদ্রানন্দের ক্ষমতা ছিল যে তোমাদের ফাঁসায়।

উচালন স্কুল নিয়ে তুমি যতই গল্প বানাও, এর আসল সত্যতা দাদা ভবেশানন্দজীই বলবেন, না হলে যে সকল Junior Worker সেখানে উপস্থিত ছিল তারা বলবে।  প্রতারক, তুমি নও।

দেবকৃষ্ণানন্দ দেবকৃষ্ণানন্দই, ভুলে যেও না তোমাদের মতো মাডার কেসের আসামীদের পুরুলিয়া জেল থেকে তিনিই মুক্ত করে এনে ছিলেন।

এবার বলি লেক গাডেন্স  এবং বামুনপাড়া জমির প্রসঙ্গে -------
তুমি যখন নিজের মুখেই স্বীকার করে নিয়েছ যে জমির মালিক গৌতম সরকার এবং উমা সরকার, তাহলে এত গল্প শোনাতে গেলে কেন????

কি করে রক্ষা করবে সেই চিন্তা কর, গৌতম সরকারের হাতে-পায়ে ধরে না তাঁর সঙ্গে পিড়িত করে।
আজ তুমি Worker দের বলছ মার্গীগণের কাছ থেকে টাকা তুলতে হবে, কেস লড়তে হবে, মারপিট করতে হবে।
যদি এটা What's app-- এর যুগ না হত, তাহলে এই সম্পত্তিও বিক্রি করে - সেই টাকাও হজম করে ফেলতে এবং পরে মার্গীগণকে অন্য গল্প শোনাতে। 

যেমন-- কোলকাতা হাসপাতালের  জমি বিক্রির তিন কোটি টাকা খেয়ে ফেলেছ।
লেকটাউন লিজ দিয়ে কত টাকা খেয়েছ জানা নেই।
এইসব ক্ষেত্রে মিথ্যা গল্প শুনিয়ে মার্গীগণের মুখ বন্ধ করে রেখেছ।

ওহে  মন্তেশ্বরানন্দ, তোমার  যখন তোমাদের Central ERAWS Secretary নির্মলশিবানন্দ এবং Global SG(sevadal) সন্দীপ্তানন্দকে গৌতম সরকারের সঙ্গে গোপন পিরিত করতে পাঠিয়ে, ফেল মেরে এলে এবং সেই ছবি সোসাল মিডিয়ায় প্রকাশ করলে, তার বেলায় - সেই হুঁশ কি তুমি হারিয়ে  ফেলেছো ?????
আর অন্যরা যখন জমি বাঁচানোর চেষ্টা করছে তখন তুমি বিষোদাগার করে Worker ক্ষ্যাপাছো।
“পাপ বাপকেও ছাড়েনা” মন্তেশ্বরানন্দ।


মন্ত্রেশ্বরানন্দ, তুমি এত পিছন পাকা কেন???? সন্যাসী তো হয়েছ Emergency র পরে। তুমি তো বাচ্ছা ছেলে।  তবে এত বকবক করছ কেন????? তোমার মতো অপদার্থ  দের জন্যেই মিশনের এই অবস্থা। তাই সংঘটন বাঁচানোর ক্ষমতা তোমার  বা তোমাদের নেই।
তাই এখন নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা কর আর চুপচাপ থাক। তাতে তোমাদেরও কল্যাণ হবে এবং সমাজেরও কল্যান হবে।
বাবা তোমাদের  শুভবুদ্ধি দিন।
সাধারন Workerদের কাছে আমার আবেদন, অসত্যের নয় -- সত্যের হাত ধরে নিজেরা বাঁচুন এবং সংঘটনকে বাঁচান ।

-----লোলিতা দিদি



== Section 2: Links ==

Recent postings




Other topics of interest


Legal Notice: ©2018 Ananda Marga News Bulletin. All rights reserved. Ananda Marga News Bulletin content is the intellectual property of Ananda Marga News Bulletin or its third party content providers. Ananda Marga News Bulletin shall not be liable for any errors or delays in content, or for any actions taken in reliance thereon. Any copying, republication or redistribution, part or full, of Ananda Marga News Bulletin content, including by framing or similar means, is against the court of law and expressly prohibited without the prior written consent of Ananda Marga News Bulletin.





Reply to: anandamarganewsbulletin1@yogasamsthanam.net



For posting translation / जो अंग्रेजी नहीं जानते : 
Those who face difficulty in understanding English should copy sections of the post, paste them into Google translate, choose whatever language you like, and the post will be translated then and there into your selected language. In this way you will get some approximate idea of the subject discussed. Here is the link for Google translate: https://translate.google.com.